বৃহস্পতিবার ০৮/১২/২০২২ সাড় তিনটার সময় বগুড়া জেলার সদর থানাধীন ছিলিমপুর বসুন্ধরা ডায়াগনস্টিক সেন্টার এর সামনে (ঢাকা-রংপুর মহাসড়ক) এর পাকা রাস্তার উপর নওগাঁ হইতে ঢাকাগামী নওগাঁ ট্রাভেলস্ (যাত্রীবাহী বাস), যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ব ১৪-০৫৬১ তে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে গাড়ীর সিট নং D-1 এ বসা যাত্রীর নিকট হইতে ২০ (বিশ) বোতল ফেন্সিডিল পাওয়া যায়।
যার অবৈধ বাজার মূল্য আনুমানিক= ৮০,০০০/- (আশি হাজার) টাকা। আসামী ০১। মোঃ রবিউল (৩০), পিতা-মোঃ খলিল, মাতা-মোছাঃ রুমিজা বেগম, সাং-ধাপগ্রাম, থানা-পোরশা, জেলা-নওগাঁকে গ্রেফতার করা হয়। ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বগুড়ার সুযোগ্য অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) জনাব সৈয়দ আবু সায়েম, বিপিএম-সেবা এর নির্দেশনায় সহকারী পুলিশ সুপার জনাব একেএম খালেকুজ্জামান, পিপিএম এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব মোঃ আরিফ আলী এর নের্তৃত্বে সঙ্গীয় এসআই (নিঃ) শরিফুজ্জামান ভূঁইয়া, এসআই (নিঃ) মোঃ তরিকুল ইসলাম, এএসআই (নিঃ) মোঃ সরোয়ারদী হোসেন, কং/মোঃ মেকদাদুর রহমান, কং/মোঃ ফেরদৌস জামান, কং/মোঃ ইবনে খালিদ এবং নারী নায়েক/মনিকা রাণী সহায়তায় উক্ত অভিযানটি সফলভাবে পরিচালিত হয়। এ সংক্রান্তে বগুড়া জেলার সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১৪(খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।