কালীগঞ্জে ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং সপ্তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন করা হয়েছে। ৭ ডিসেম্বর বুধবার বেলা ১১:৩০ টায় উপজেলাঅডিটরিয়ামমে কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা।
এবং সপ্তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধনীঅনুষ্ঠাননে বেলুন ও ফেস্টুন উড়িয়ে শুভ উদ্বোধন করা হয়। পরে উপজেলা অডিটোরিয়ামে মেলার ১৫টি স্টল এর সামনে উদ্বোধনী সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা এর সভাপতিতে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সী,।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ ,অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আকরাম হোসেন একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম কালীগঞ্জ রোকেয়া মুন্সির মহিলা কলেজের প্রভাষক সৈয়দ মাহমুদুর রহমান কর্মকর্তা শ্রীখলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিষ্ণুপদ সরকার অনুষ্ঠানে অন্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন কলেজ ও স্কুলের প্রতিষ্ঠানের প্রধান বিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্রছাত্রী সরকারি কর্মকর্তা সাংবাদিক সুধিমন্ডলী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী বলেন আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থী ছেলে-মেয়ে সন্তানদের উদ্ভবনি চিন্তা চেতনাকে কাজে লাগাতে হবে ।তাদেরকে বিজ্ঞানমনস্ক হিসেবে গড়ে তুলতে হবে ।আগামীতে বিজ্ঞানভিত্তিক চর্চা মনস্ক গড়ে তুলতে বিদ্যালয়ের শিক্ষকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। তিনি বলেন আমাদের দেশীয় প্রযুক্তি কে কাজে লাগিয়ে নতুন নতুন প্রযুক্তি ও চিন্তা চেতনার প্রতি আগ্রহ বাড়াতে হবে।