বগুড়া শহরের সূত্রাপুর গাজী গার্ডেন সিটির ১৪০০ বর্গফুট কমন স্পেস নিয়ম বর্হিভুতভাবে বিক্রয় করে অপরাধজনক বিশ্বাসভঙ্গ ও আত্মসাতের মামলায় গাজী রিয়েল এস্টেটের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোছাঃ নাসরীন সুলতানা (৬০) সহ তিনজনের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।
জামিনপ্রাপ্ত অন্য দুই আসামী হলেন, গাজী গার্ডেন সিটির ২নং ফ্লাটের মালিক আব্দুল জলিলের পুত্র সৈয়দ মোঃ আসাদুজ্জামান মামুন (৪৬) ও তাঁর স্ত্রী মোছাঃ নাসরীন সুলতানা (৪২)। গত বছর ২৬ সেপ্টেম্বর গাজী ডাঃ মফিজ উদ্দিন গার্ডে সিটি ফ্লাট মালিকগণ পক্ষে একই ফ্লাটের মালিক মৃত কামরুজ্জামানের পুত্র মোঃ নুরুজ্জামান রনি বাদী হয়ে জেলা বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলী আদালতে গাজী রিয়েল এস্টেট এর ব্যবস্থাপনা পরিচালক মোছাঃ নাসরীন সুলতানা (৬০) সহ তিন জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
মামলা নং ১২১২সি/২১ (সদর)। মামলায় অভিযোগ করা হয়, নিয়ম বহির্ভূতভাবে আসামীগণ বিক্রিত গাজী গার্ডেন সিটির ১৪০০ বর্গফুট কমন স্পেস (যা উক্ত বিল্ডিং এর মালিকগণের ব্যবহার্য) জালিয়াতির মাধ্যমে বিক্রি করে অপরাধ জনক বিশ্বাস ভঙ্গ ও আত্মসাত করেছেন। বাদীর উক্ত অভিযোগ গ্রহণ করে ঘটনাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) বগুড়াকে নির্দেশ প্রদান করেন।
পিবিআই বগুড়া ঘটনাটি তদন্ত করে অপরাধজনক বিশ্বাসভঙ্গ ও আত্মসাতের সত্যতা পাওয়ায় গত ৯ জুন ২০২২ তারিখে আসামীদের বিরুদ্ধে বিচারের জন্য বিজ্ঞ আদালতে তদন্ত রিপোর্ট দাখিল করেন। আদালত আসামীদের হাজির হতে সমন ইস্যু করেন। সমন পাওয়ার পর গতকাল বুধবার ধার্য্য তারিখে বিজ্ঞ আদালতে তাঁদের নিযুক্ত আইনজীবীর মাধ্যমে হাজির হয়ে জামিনের আবেদন করেন।
পক্ষ বিপক্ষের বক্তব্য শুনে জেলা বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলী আদালতের বিচারক মোঃ মুমিন হাসান আসামীদের জামিন মঞ্জুর করেন এবং বিচারের জন্য সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ০১ এর আদালতে মামলাটি প্রেরণ করেন। আসামিপক্ষে জামিন শুনানী করেন অ্যাডভোকেট মোসলেম উদ্দিন লিটন ও অ্যাডভোকেট সাদী মোহাম্মদ এবং বাদীপক্ষে আসামীগণের জামিনের বিরোধিতা করেন অ্যাডভোকেট মন্তেজার রহমান মন্টু ও অ্যাডভোকেট রেজাউল করিম মজনু।