এই মৌসুমে আলু বীজ নিয়ে একটি চক্র প্রতারনায় নেমেছে। একটি নামিদামি ফার্মের মোড়কে ও টিস্যু কালচার পদ্ধতিতে উৎপাদিত বীজ লিখে নকল প্যাকেট তৈরী করে সেই প্যাকেটে একটি হিমাগারের সংরক্ষিত বীজ আলু ভরে বাজারজাত করার সময় অভিযান চালিয়ে তা হাতেনাতে আটক করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয় রংপুর।
রবিবার দুপুরে নগরীর দর্শনা এলাকায় এ অভিযান চালায় সংস্থাটি এসময় ঐ প্রতিষ্ঠানের ৬০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করে ভোক্তার সহকারী পরিচালক আরিফ মিয়া।
পাশাপাশি নকল প্যাকেটের ৪৮ বস্তা ব্রীজ আলু জব্দ করে ভোক্তা অধিকার। সুপ্রীম সিডের মোড়কে ঐ আলু বীজ আলমগীর হোসেন নামে এক ব্যবসায়ী ঐ হিমাগারে সংরক্ষন করেছিলো বলে জানায় হিমাগার কর্তৃপক্ষ। আলমগীর রংপুর জেলার পীরগাছা উপজেলার একজন আলু ব্যবসায়ী। অভিযানে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারন কর্মকর্তা, মেট্রোপলিটন পুলিশের সদস্যরা ছাড়াও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয় রংপুর এর কর্মকর্তাবৃন্দ।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয় রংপুরএর সহকারী পরিচালক আরিফ মিয়া দৈনিক আমাদের মাতৃভূমি কে জানায়, একটি প্রতারক চক্র কৃষকদের সাথে প্রতারনা করে স্থানীয়ভাবে বীজ আলু কিনে রংপুর জেলার কিষান হিমাগারে সুপ্রীম সিড লেখা টিস্যু কালচার পদ্ধতিতে উৎপাদিত বীজ আলু হিসাবে ৪০ কেজি করে বস্তা প্যাকেট করছিল। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ভোক্তা অধিকার সংরক্ষন আইনের ৪৪ ধারায় অপরাধে ৬০ হাজার টাকা জরিমানা প্রদান করলে অপরাধী জরিমানার টাকা প্রদান করে ছাড়া পায়।