ঢাকা ১২:০০ অপরাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩, ১২ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

রাজধানীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রী নিহত

রাজধানীর ভাটারায় সাঈদনগর এলাকায় একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। নিহত এই দম্পতি হলেন, আব্দুল মজিদ শিকদার (৭০) ও তাসলিমা আক্তার (৪৯)।

আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫ টার দিকে রাজধানীর ভাটারা থানার সাঈদনগর এলাকার এ ব্লকের ১০৬ নম্বর বাড়ির তৃতীয় তলার একটি ফ্ল্যাটে এ বিস্ফোরণের ঘটে।

আজ ডিএমপির ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) আল ইমাম রাজন এসব তথ্য জানান। ভাটারা থানা পুলিশ জানান, বৃহস্পতিবার সকালে ভাটারা থানার সাইদনগর এলাকার একটি বহুতল ভবনের নিচ তলা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

প্রাথমিকভাবে জানা গেছে, রান্না করা অবস্থায় কিচেন রুমের গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস নির্গত হয়ে বিস্ফোরণে দগ্ধ হয়ে তারা দুই জন মারা যান। এদিকে, নিহতের প্রতিবেশী ও স্হানীয় লোকজন জানান, আব্দুল মজিদ শিকদার তার স্ত্রী তাসলিমা আক্তারকে নিয়ে ভাটারা থানার সাঈদনগর এলাকায় নিজের ফ্ল্যাটের তৃতীয় তলায় থাকতেন।

আজ বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার কিছু আগে হঠাৎ করেই বিস্ফোরণের আওয়াজ পান তারা। জানালা দিয়ে পাশের ভবন থেকে দেখা যায় আগুন জ্বলছে। তারা এসে দীর্ঘ আধা ঘণ্টা ধরে দরজা ধাক্কান। এক পর্যায়ে দরজা ভেঙেই ভেতরে ঢুকে দেখতে পান দুই জনেই আগুনে ঝলসে ঘটাস্থলেই মারা গেছেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন তারা।

সংবাদ পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও ফায়ারসার্ভিসের কর্মিরা। ততোক্ষণে আগুন নিভে যায়। পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ নিয়ে যান। অপরদিকে, ভাটারা থানা পুলিশ জানিয়েছে, এঘটনার সময় স্বামী ও স্ত্রী ছাড়া বাসায় আর কেউ ছিল না।

তাদের দুই ছেলে পরিবার নিয়ে দীর্ঘ সময় ধরেই ইতালিতে বসবাস করে আসছিল। ভাটারার সাইদ নগর এ ব্লকের ১০৬ নম্বর বাড়ির তৃতীয় তলায় থাকতেন এই দম্পতি। পুলিশ তাদের মরদেহ উদ্ধার করেছে।

পুলিশ বলছে, এ ঘটনায় মৃত দম্পত্তির ভাতিজা মোরশেদ আলম থানায় একটি সাধারন ডায়েরি জিডি করেছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাফলংয়ে ভারতীয় মদসহ আটক ১

রাজধানীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রী নিহত

আপডেট সময় ১০:৩১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩

রাজধানীর ভাটারায় সাঈদনগর এলাকায় একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। নিহত এই দম্পতি হলেন, আব্দুল মজিদ শিকদার (৭০) ও তাসলিমা আক্তার (৪৯)।

আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫ টার দিকে রাজধানীর ভাটারা থানার সাঈদনগর এলাকার এ ব্লকের ১০৬ নম্বর বাড়ির তৃতীয় তলার একটি ফ্ল্যাটে এ বিস্ফোরণের ঘটে।

আজ ডিএমপির ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) আল ইমাম রাজন এসব তথ্য জানান। ভাটারা থানা পুলিশ জানান, বৃহস্পতিবার সকালে ভাটারা থানার সাইদনগর এলাকার একটি বহুতল ভবনের নিচ তলা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

প্রাথমিকভাবে জানা গেছে, রান্না করা অবস্থায় কিচেন রুমের গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস নির্গত হয়ে বিস্ফোরণে দগ্ধ হয়ে তারা দুই জন মারা যান। এদিকে, নিহতের প্রতিবেশী ও স্হানীয় লোকজন জানান, আব্দুল মজিদ শিকদার তার স্ত্রী তাসলিমা আক্তারকে নিয়ে ভাটারা থানার সাঈদনগর এলাকায় নিজের ফ্ল্যাটের তৃতীয় তলায় থাকতেন।

আজ বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার কিছু আগে হঠাৎ করেই বিস্ফোরণের আওয়াজ পান তারা। জানালা দিয়ে পাশের ভবন থেকে দেখা যায় আগুন জ্বলছে। তারা এসে দীর্ঘ আধা ঘণ্টা ধরে দরজা ধাক্কান। এক পর্যায়ে দরজা ভেঙেই ভেতরে ঢুকে দেখতে পান দুই জনেই আগুনে ঝলসে ঘটাস্থলেই মারা গেছেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন তারা।

সংবাদ পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও ফায়ারসার্ভিসের কর্মিরা। ততোক্ষণে আগুন নিভে যায়। পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ নিয়ে যান। অপরদিকে, ভাটারা থানা পুলিশ জানিয়েছে, এঘটনার সময় স্বামী ও স্ত্রী ছাড়া বাসায় আর কেউ ছিল না।

তাদের দুই ছেলে পরিবার নিয়ে দীর্ঘ সময় ধরেই ইতালিতে বসবাস করে আসছিল। ভাটারার সাইদ নগর এ ব্লকের ১০৬ নম্বর বাড়ির তৃতীয় তলায় থাকতেন এই দম্পতি। পুলিশ তাদের মরদেহ উদ্ধার করেছে।

পুলিশ বলছে, এ ঘটনায় মৃত দম্পত্তির ভাতিজা মোরশেদ আলম থানায় একটি সাধারন ডায়েরি জিডি করেছেন।