ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা দেবীদ্বারে বঙ্গবন্ধুর জুলি ও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন পুলিশের বাধায় কুমিল্লায় বিএনপির পদযাত্রা পন্ড ঝিকরগাছায় আওয়ামী লীগ নেতার ছেলেকে গুলি করে হত্যা চেষ্টা স্বেচ্ছায় মাদক, চুরি ছিনতাই ও বাল্যবিবাহ প্রতিরোধে কমিটি গঠন ব্র্যাকের উদ্যোগে আন্তর্জাতিক মাসিক স্বাস্থ্য পরিচর্যা দিবস পালিত বঙ্গবন্ধুর ’জুলিও কুরি” শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন কুমিল্লা শিক্ষাবোর্ডের আয়োজনে আন্তঃকলেজ সাঁতার প্রতিযোগিতা উদ্বোধন আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রাইজমানি ঘোষণা আইপিএল ফাইনাল আজ একদিনে আরও ৬৭ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

খোঁজ মিলছে না আরেক বেবিচক কর্মকর্তার

ছুটি নিয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক কর্মকর্তা পাড়ি দিয়েছেন যুক্তরাষ্ট্র, আরেকজন কানাডা। দু’জনের বিরুদ্ধেই ছিল দুর্নীতির অভিযোগ। এবার আরেক কর্মকর্তাকে খুঁজে বেড়াচ্ছে বেবিচক।

ওই কর্মকর্তার নাম মো. মাহবুব আলম। তিনি যশোর বিমানবন্দরের প্রশাসনিক কর্মকর্তা। মাহবুব আলমের সর্বশেষ কর্মস্থল ছিল রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর। তাকে বদলি করে যশোরে পাঠানো হয়। নতুন কর্মস্থলে যোগদানের আগে তিনি ৫ দিনের ছুটি নিয়েছিলেন। তবে ১২০ দিন পেরিয়ে গেলেও ছুটি থেকে ফেরেননি তিনি। ফোন, এসএমএস এবং চিঠিও দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করেছে বেবিচক।

সর্বশেষ মঙ্গলবার (১০ জানুয়ারি) তার বিরুদ্ধে মামলা করে বেবিচক। মামলা করেন বেবিচকের সদস্য (প্রশাসন) মো. মাহবুব আলম তালুকদার। মামলার কপি কাছে রয়েছে। তবে এ বিষয়ে মামলাকারী কথা বলতে রাজী হননি। মামলার অভিযোগপত্রে তার দীর্ঘমেয়াদের অনুপস্থিতির বিষয়টি উল্লেখ করে বলা হয়, মাহবুব আলমের কার্যকলাপ ২০২১ এর ৪৯ (খ) ও (গ) বিধি অনুযায়ী যথাক্রমে ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’-এর পর্যায়ভুক্ত শাস্তিযোগ্য অপরাধ। বেবিচকের কর্মচারী চাকরি প্রবিধানমালা, ২০২১ এর ৪৯ (খ) ও (গ) বিধি অনুযায়ী যথাক্রমে ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’-এর অভিযোগে অভিযুক্ত করা হলো। একই বিধিমালার ৫০(১)(খ)(উ) বিধি অনুযায়ী কেন আপনার ওপর “চাকরি হতে বরখাস্তকরণ” গুরুদণ্ড আরোপ করা হবে না অথবা অন্য কোনও উপযুক্ত দণ্ড দেওয়া হবে না তা ওই বিধিমালার ৫৩(১)(খ) বিধি অনুযায়ী এ অভিযোগনামা প্রাপ্তির ১০ (দশ) কার্যদিবসের মধ্যে সরাসরি লিখিতভাবে জানানোর জন্য বলা হলো। আত্মপক্ষ সমর্থনে আপনি সশরীরে ব্যক্তিগত শুনানিতে অংশগ্রহণের ইচ্ছা পোষণ করেন কিনা তাও নির্ধারিত সময়ের মধ্যে লিখিতভাবে জানানোর জন্য নির্দেশ দেওয়া হলো।

এর আগেও বেবিচকের দুই কর্মকর্তার পলায়নের ঘটনা ঘটেছে। তাদের মধ্যে একজন বেবিচকের নির্বাহী প্রকৌশলী (সিভিল) মো. শহীদুজ্জামান। তিনি ২০২১ সালের শুরুর দিকে ছুটি নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে আর ফেরেননি। একাধিকবার নোটিশ দিয়েও তাকে কর্মস্থলে ফেরত আনা যায়নি। পরে বাধ্য হয়ে শহীদুজ্জামানকে বরখাস্ত করা হয়। তার বিরুদ্ধে বেবিচকের বিভিন্ন প্রকল্পের টেন্ডার বাণিজ্যের মাধ্যমে অন্তত ১০০ কোটি টাকা লোপাটের অভিযোগ রয়েছে।

বেবিচকের আরেক প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুল খালেকও কানাডায় পাড়ি দিয়েছেন। তার বিরুদ্ধে চাকরিপ্রার্থীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ ছিল। তাকেও চাকরি থেকে বরখাস্ত করে বেবিচক।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লা দেবীদ্বারে বঙ্গবন্ধুর জুলি ও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন

খোঁজ মিলছে না আরেক বেবিচক কর্মকর্তার

আপডেট সময় ০৬:৪৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ১১ জানুয়ারী ২০২৩

ছুটি নিয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক কর্মকর্তা পাড়ি দিয়েছেন যুক্তরাষ্ট্র, আরেকজন কানাডা। দু’জনের বিরুদ্ধেই ছিল দুর্নীতির অভিযোগ। এবার আরেক কর্মকর্তাকে খুঁজে বেড়াচ্ছে বেবিচক।

ওই কর্মকর্তার নাম মো. মাহবুব আলম। তিনি যশোর বিমানবন্দরের প্রশাসনিক কর্মকর্তা। মাহবুব আলমের সর্বশেষ কর্মস্থল ছিল রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর। তাকে বদলি করে যশোরে পাঠানো হয়। নতুন কর্মস্থলে যোগদানের আগে তিনি ৫ দিনের ছুটি নিয়েছিলেন। তবে ১২০ দিন পেরিয়ে গেলেও ছুটি থেকে ফেরেননি তিনি। ফোন, এসএমএস এবং চিঠিও দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করেছে বেবিচক।

সর্বশেষ মঙ্গলবার (১০ জানুয়ারি) তার বিরুদ্ধে মামলা করে বেবিচক। মামলা করেন বেবিচকের সদস্য (প্রশাসন) মো. মাহবুব আলম তালুকদার। মামলার কপি কাছে রয়েছে। তবে এ বিষয়ে মামলাকারী কথা বলতে রাজী হননি। মামলার অভিযোগপত্রে তার দীর্ঘমেয়াদের অনুপস্থিতির বিষয়টি উল্লেখ করে বলা হয়, মাহবুব আলমের কার্যকলাপ ২০২১ এর ৪৯ (খ) ও (গ) বিধি অনুযায়ী যথাক্রমে ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’-এর পর্যায়ভুক্ত শাস্তিযোগ্য অপরাধ। বেবিচকের কর্মচারী চাকরি প্রবিধানমালা, ২০২১ এর ৪৯ (খ) ও (গ) বিধি অনুযায়ী যথাক্রমে ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’-এর অভিযোগে অভিযুক্ত করা হলো। একই বিধিমালার ৫০(১)(খ)(উ) বিধি অনুযায়ী কেন আপনার ওপর “চাকরি হতে বরখাস্তকরণ” গুরুদণ্ড আরোপ করা হবে না অথবা অন্য কোনও উপযুক্ত দণ্ড দেওয়া হবে না তা ওই বিধিমালার ৫৩(১)(খ) বিধি অনুযায়ী এ অভিযোগনামা প্রাপ্তির ১০ (দশ) কার্যদিবসের মধ্যে সরাসরি লিখিতভাবে জানানোর জন্য বলা হলো। আত্মপক্ষ সমর্থনে আপনি সশরীরে ব্যক্তিগত শুনানিতে অংশগ্রহণের ইচ্ছা পোষণ করেন কিনা তাও নির্ধারিত সময়ের মধ্যে লিখিতভাবে জানানোর জন্য নির্দেশ দেওয়া হলো।

এর আগেও বেবিচকের দুই কর্মকর্তার পলায়নের ঘটনা ঘটেছে। তাদের মধ্যে একজন বেবিচকের নির্বাহী প্রকৌশলী (সিভিল) মো. শহীদুজ্জামান। তিনি ২০২১ সালের শুরুর দিকে ছুটি নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে আর ফেরেননি। একাধিকবার নোটিশ দিয়েও তাকে কর্মস্থলে ফেরত আনা যায়নি। পরে বাধ্য হয়ে শহীদুজ্জামানকে বরখাস্ত করা হয়। তার বিরুদ্ধে বেবিচকের বিভিন্ন প্রকল্পের টেন্ডার বাণিজ্যের মাধ্যমে অন্তত ১০০ কোটি টাকা লোপাটের অভিযোগ রয়েছে।

বেবিচকের আরেক প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুল খালেকও কানাডায় পাড়ি দিয়েছেন। তার বিরুদ্ধে চাকরিপ্রার্থীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ ছিল। তাকেও চাকরি থেকে বরখাস্ত করে বেবিচক।