ঢাকা ০১:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ৮ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উত্তরায় বিডিআর কাঁচাবাজারে চাঁদাবাজির অভিযোগে ব্যবসায়ী সমিতির নেতাসহ আটক-২ ডিরেক্টরস গিল্ডের স্বপথ অনুষ্ঠান শার্শায় বিজিবির তৎপরতায় বিপুল পরিমাণ ভারতীয় ইয়াবা উদ্ধার কুমিল্লায় পুলিশের অভিযানে ০৩ জন ছিনতাইকারী গ্রেফতার প্রয়াত সাংবাদিক জালাল উদ্দিনের পরিবারকে সহায়তার চেক প্রদান ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাত গ্রেফতার ও দেশীয় অস্ত্র উদ্ধার একশো পরিবার পেল ‘স্বপ্নের নীড়’ সবুজের বুকে লাল আশ্রয়ন বুধবার দৃশ্যমান নওয়াগাঁও প্রকল্প উদ্বোধন মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৩ সালের পরীক্ষার্থীদের বিদায় ও ষষ্ঠ শ্রেণীর নবীন বরণ অনুষ্ঠিত সাপাহারে প্রধানমন্ত্রীর উপহার জমিসহ ঘর পেল আরও ৯৬ টি ভূমিহীন পরিবার

সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগ-যুবলীগ সংঘর্ষ, আহত ১০

আওয়ামী যুবলীগের সুবর্ণজয়ন্তীতে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (১১ নভেম্বর) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের মহাসমাবেশে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগ, মাস্টার দা সূর্যসেন হল শাখা ছাত্রলীগ ও শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রলীগের অন্তত ১০ কর্মী আহত হন। আহতদের অনেকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা গ্রহণ নিয়েছেন।

জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ও  সাধারণ সম্পাদকের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা যুব মহাসমাবেশে যোগ দিতে সোহরাওয়ার্দী উদ্যানের গেটে পৌঁছান। এসময় উদ্যানের ভেতরে থাকা যুবলীগের নেতাকর্মীরা তাদের ভেতরে ঢুকতে বাঁধা দেন। এরই পরিপ্রেক্ষিতে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়ের সভাপতি ও সাধারণ সম্পাদক সমাবেশস্থলে যাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীরা যখন বাইরে বের হয়ে আসছিলেন তখন তাদের ওপর ইট পাটকেল নিক্ষেপ করেন যুবলীগের নেতা-কর্মীরা। এতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কয়েকজন কর্মী আহত হন।

শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুবেল হোসেন বলেন, আমাদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেনি। আমরা দাঁড়িয়েছিলাম তখন যুবলীগের দুই পক্ষের মধ্যে ইট-পাটকেল ছোড়াছুড়ি হয়। এ সময় আমাদের দুই তিনজনের মাথায় ইট লেগে হালকা ফেটে যায়। তারপর আমরা সেখান থেকে চলে আসি।

সূর্যসেন হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিয়াম রহমান বলেন, আমরা মিছিল নিয়ে সমাবেশের গেটে গেলে হঠাৎ ইট এসে আমাদের কয়েকজন কর্মীর মাথায় লাগে। কোথায় থেকে এসেছে এটা আমরা বুঝতে পারিনি। তারা ঢামেক থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

সূর্যসেন হল ছাত্রলীগের সভাপতি মারিয়াম সোহান বলেন, আমি নিজেও এর মধ্যে পড়ে পায়ে আঘাত পেয়েছি। আমাদের কয়েকজন কর্মী আহত হয়েছেন।

এ বিষয়ে ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, এ ধরনের ঘটনা ঘটেনি। তবে অনেক মানুষ হওয়ায় প্রবেশের ক্ষেত্রে একটু জটিলতা হয়েছিল। এটাকে সংঘর্ষ বলা যায় না।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উত্তরায় বিডিআর কাঁচাবাজারে চাঁদাবাজির অভিযোগে ব্যবসায়ী সমিতির নেতাসহ আটক-২

সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগ-যুবলীগ সংঘর্ষ, আহত ১০

আপডেট সময় ১০:১৬:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২

আওয়ামী যুবলীগের সুবর্ণজয়ন্তীতে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (১১ নভেম্বর) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের মহাসমাবেশে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগ, মাস্টার দা সূর্যসেন হল শাখা ছাত্রলীগ ও শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রলীগের অন্তত ১০ কর্মী আহত হন। আহতদের অনেকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা গ্রহণ নিয়েছেন।

জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ও  সাধারণ সম্পাদকের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা যুব মহাসমাবেশে যোগ দিতে সোহরাওয়ার্দী উদ্যানের গেটে পৌঁছান। এসময় উদ্যানের ভেতরে থাকা যুবলীগের নেতাকর্মীরা তাদের ভেতরে ঢুকতে বাঁধা দেন। এরই পরিপ্রেক্ষিতে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়ের সভাপতি ও সাধারণ সম্পাদক সমাবেশস্থলে যাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীরা যখন বাইরে বের হয়ে আসছিলেন তখন তাদের ওপর ইট পাটকেল নিক্ষেপ করেন যুবলীগের নেতা-কর্মীরা। এতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কয়েকজন কর্মী আহত হন।

শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুবেল হোসেন বলেন, আমাদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেনি। আমরা দাঁড়িয়েছিলাম তখন যুবলীগের দুই পক্ষের মধ্যে ইট-পাটকেল ছোড়াছুড়ি হয়। এ সময় আমাদের দুই তিনজনের মাথায় ইট লেগে হালকা ফেটে যায়। তারপর আমরা সেখান থেকে চলে আসি।

সূর্যসেন হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিয়াম রহমান বলেন, আমরা মিছিল নিয়ে সমাবেশের গেটে গেলে হঠাৎ ইট এসে আমাদের কয়েকজন কর্মীর মাথায় লাগে। কোথায় থেকে এসেছে এটা আমরা বুঝতে পারিনি। তারা ঢামেক থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

সূর্যসেন হল ছাত্রলীগের সভাপতি মারিয়াম সোহান বলেন, আমি নিজেও এর মধ্যে পড়ে পায়ে আঘাত পেয়েছি। আমাদের কয়েকজন কর্মী আহত হয়েছেন।

এ বিষয়ে ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, এ ধরনের ঘটনা ঘটেনি। তবে অনেক মানুষ হওয়ায় প্রবেশের ক্ষেত্রে একটু জটিলতা হয়েছিল। এটাকে সংঘর্ষ বলা যায় না।