ঢাকা ১২:০৯ অপরাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩, ১২ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

সম্পর্ক ভাঙার আগে অনন্যার থেকে কী চুরি করেছেন ঈশান?

অনন্যা পান্ডের সঙ্গে তরুণ বলিউড অভিনেতা ঈশান খাট্টারের সম্পর্ক ইতি টানার কয়েক মাস হয়ে গেছে। তবু এখনও তার সঙ্গে বেশ চমৎকার সম্পর্ক ঈশানের। শুধু তাই নয়, যেকোনো সম্পর্ক অনেক কিছু শেখায় বলেও দাবি করেছেন তিনি। এখান থেকেও শিখেছেন বলে জানান।

অনেক কিছু গ্রহণ করতে হয়, ভালোবাসার যোগ্য হয়ে উঠতে হয় আগে— এসব আগে বুঝতেন না ঈশান। জানালেন, অনন্যার কাছে তিনি ঋণী। ছবির প্রচারে গিয়ে নানা বিষয়ে কথা বলছেন ঈশান খাট্টার। তার মধ্যেই এসেছে পুরোনো প্রেমের প্রসঙ্গ। ৪ নভেম্বর মুক্তি পেয়েছে ভৌতিক কমেডি ‘ফোন ভূত’। এক প্রচার অনুষ্ঠানে গিয়ে ঈশান বলেন, ‘আমার আফসোস হয়, নিজেকে বড্ড বেশি ছড়িয়ে ফেলেছিলাম। অনেক সময়ই আমি সেটা করি। দরকার না থাকলেও। নিজের সবটা দিয়ে দিয়েছিলাম সম্পর্কে। তবে যেটা নিয়ে আক্ষেপ নেই, সেটা হলো আমার আবেগ। আমি মানুষটাই নরম, সেটাই আমি। কিন্তু কিছু সময় ভারসাম্য রেখে চলা গুরুত্বপূর্ণ।’

অনেক কিছু করতে পারতেন, আবার অনেক কিছু না করলেও পারতেন— এসব ভেবে চলেন ২৭ বছরের ঈশান। দীর্ঘ তিন বছর প্রেম করার পর মাস কয়েক আগেই আলাদা হয়েছেন ঈশান-অনন্যা। করণ জোহরের কফির আড্ডায় বিষয়টা স্পষ্ট করেছিলেন ‘ধড়ক’ অভিনেতা। তবু সম্পর্ক এখনও মধুর। ঈশান জানিয়েছিলেন, অনন্যার সঙ্গে তার হৃদ্যতা অন্য মাত্রার। প্রেমের সম্পর্কে না থাকলেও তিনি এখনও খুব কাছের। চিরকাল কাছের মানুষই থাকবেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাফলংয়ে ভারতীয় মদসহ আটক ১

সম্পর্ক ভাঙার আগে অনন্যার থেকে কী চুরি করেছেন ঈশান?

আপডেট সময় ১১:১৪:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২

অনন্যা পান্ডের সঙ্গে তরুণ বলিউড অভিনেতা ঈশান খাট্টারের সম্পর্ক ইতি টানার কয়েক মাস হয়ে গেছে। তবু এখনও তার সঙ্গে বেশ চমৎকার সম্পর্ক ঈশানের। শুধু তাই নয়, যেকোনো সম্পর্ক অনেক কিছু শেখায় বলেও দাবি করেছেন তিনি। এখান থেকেও শিখেছেন বলে জানান।

অনেক কিছু গ্রহণ করতে হয়, ভালোবাসার যোগ্য হয়ে উঠতে হয় আগে— এসব আগে বুঝতেন না ঈশান। জানালেন, অনন্যার কাছে তিনি ঋণী। ছবির প্রচারে গিয়ে নানা বিষয়ে কথা বলছেন ঈশান খাট্টার। তার মধ্যেই এসেছে পুরোনো প্রেমের প্রসঙ্গ। ৪ নভেম্বর মুক্তি পেয়েছে ভৌতিক কমেডি ‘ফোন ভূত’। এক প্রচার অনুষ্ঠানে গিয়ে ঈশান বলেন, ‘আমার আফসোস হয়, নিজেকে বড্ড বেশি ছড়িয়ে ফেলেছিলাম। অনেক সময়ই আমি সেটা করি। দরকার না থাকলেও। নিজের সবটা দিয়ে দিয়েছিলাম সম্পর্কে। তবে যেটা নিয়ে আক্ষেপ নেই, সেটা হলো আমার আবেগ। আমি মানুষটাই নরম, সেটাই আমি। কিন্তু কিছু সময় ভারসাম্য রেখে চলা গুরুত্বপূর্ণ।’

অনেক কিছু করতে পারতেন, আবার অনেক কিছু না করলেও পারতেন— এসব ভেবে চলেন ২৭ বছরের ঈশান। দীর্ঘ তিন বছর প্রেম করার পর মাস কয়েক আগেই আলাদা হয়েছেন ঈশান-অনন্যা। করণ জোহরের কফির আড্ডায় বিষয়টা স্পষ্ট করেছিলেন ‘ধড়ক’ অভিনেতা। তবু সম্পর্ক এখনও মধুর। ঈশান জানিয়েছিলেন, অনন্যার সঙ্গে তার হৃদ্যতা অন্য মাত্রার। প্রেমের সম্পর্কে না থাকলেও তিনি এখনও খুব কাছের। চিরকাল কাছের মানুষই থাকবেন।