ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ৮ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উত্তরায় বিডিআর কাঁচাবাজারে চাঁদাবাজির অভিযোগে ব্যবসায়ী সমিতির নেতাসহ আটক-২ ডিরেক্টরস গিল্ডের স্বপথ অনুষ্ঠান শার্শায় বিজিবির তৎপরতায় বিপুল পরিমাণ ভারতীয় ইয়াবা উদ্ধার কুমিল্লায় পুলিশের অভিযানে ০৩ জন ছিনতাইকারী গ্রেফতার প্রয়াত সাংবাদিক জালাল উদ্দিনের পরিবারকে সহায়তার চেক প্রদান ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাত গ্রেফতার ও দেশীয় অস্ত্র উদ্ধার একশো পরিবার পেল ‘স্বপ্নের নীড়’ সবুজের বুকে লাল আশ্রয়ন বুধবার দৃশ্যমান নওয়াগাঁও প্রকল্প উদ্বোধন মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৩ সালের পরীক্ষার্থীদের বিদায় ও ষষ্ঠ শ্রেণীর নবীন বরণ অনুষ্ঠিত সাপাহারে প্রধানমন্ত্রীর উপহার জমিসহ ঘর পেল আরও ৯৬ টি ভূমিহীন পরিবার

রায়োর কাছে হেরে লিগের শীর্ষস্থান বার্সার হাতে তুলে দিল রিয়াল

রায়ো ভায়েকানোর মাঠে মৌসুমের প্রথম হারের বিস্বাদ পেল রিয়াল মাদ্রিদ। ৩-২ ব্যবধানের এই হারের ফলে লিগের শীর্ষেও ফেরা হলো না লা লিগার বর্তমান চ্যাম্পিয়নদের। এক দিন আগে আলমেরিয়াকে হারানো বার্সেলোনা রয়ে গেল লিগের চূড়ায়।

প্রতিপক্ষের মাঠে রিয়াল খেলতে নেমেছিল কারিম বেনজেমা আর টনি ক্রুসকে ছাড়া। বেনজেমা এখনো চোট থেকে সেরে ওঠেননি, আর ক্রুস খেলতে পারেননি নিষেধাজ্ঞার কারণে।

এর মিনিট চারেক পর যখন কর্নার থেকে এডার মিলিতাও করলেন গোল,  তখন মনে করা হচ্ছিল ম্যাচটা বুঝি বেরই করে ফেলেছে দলটি। তবে বিরতির আগেই সে ভাবনায় ব্যত্যয় ঘটায় স্বাগতিকরা। ৪৪ মিনিটে আলভারো গার্সিয়ার গোলে সমতায় ফেরে রায়ো।

বিরতির আগে রায়োর কাছে কোণঠাসা রিয়াল বিরতির পরেও বদলে যায়নি। ৬৪ মিনিটে হজম করে বসে গোল। বক্সে থাকা দানি কারভাহালের হাতে বল লাগে, ভিএআর দেখে এসে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

রিয়াল পিছিয়ে পড়েও তেমন সুযোগ তৈরি করতে পারেনি। বরং ম্যাচের অন্তিম সময়ে গোলের সুযোগ বানিয়েছিল স্বাগতিকরাই। শেষ মুহূর্তে দূর পাল্লার ফ্রি কিকটা কোনোক্রমে ঠেকিয়ে রিয়ালকে রক্ষা করেন কোর্তোয়া। যার ফলে রায়োকে সন্তুষ্ট থাকতে হয় ৩-২ গোলের জয় নিয়েই। মৌসুমের প্রথম হারের কবলে পড়ে রিয়াল।

এই হারের ফলে রিয়াল শীর্ষে ফিরতে ব্যর্থ হয়েছে। ১৩ ম্যাচ শেষে রিয়ালের সংগ্রহ ৩২ পয়েন্ট। শীর্ষে থাকা বার্সা সমান ম্যাচে জিতেছে ৩৪ পয়েন্ট। বিশ্বকাপের আগে আরও একটি লিগ ম্যাচ খেলতে হবে দল দুটিকে। আগামী ১১ নভেম্বর কাদিজের বিপক্ষে বিশ্বকাপ বিরতির আগে শেষ ম্যাচটা খেলবে রিয়াল, আজ রাতে ওসাসুনার বিপক্ষে মাঠে নামবে বার্সা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উত্তরায় বিডিআর কাঁচাবাজারে চাঁদাবাজির অভিযোগে ব্যবসায়ী সমিতির নেতাসহ আটক-২

রায়োর কাছে হেরে লিগের শীর্ষস্থান বার্সার হাতে তুলে দিল রিয়াল

আপডেট সময় ১২:২৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২

রায়ো ভায়েকানোর মাঠে মৌসুমের প্রথম হারের বিস্বাদ পেল রিয়াল মাদ্রিদ। ৩-২ ব্যবধানের এই হারের ফলে লিগের শীর্ষেও ফেরা হলো না লা লিগার বর্তমান চ্যাম্পিয়নদের। এক দিন আগে আলমেরিয়াকে হারানো বার্সেলোনা রয়ে গেল লিগের চূড়ায়।

প্রতিপক্ষের মাঠে রিয়াল খেলতে নেমেছিল কারিম বেনজেমা আর টনি ক্রুসকে ছাড়া। বেনজেমা এখনো চোট থেকে সেরে ওঠেননি, আর ক্রুস খেলতে পারেননি নিষেধাজ্ঞার কারণে।

এর মিনিট চারেক পর যখন কর্নার থেকে এডার মিলিতাও করলেন গোল,  তখন মনে করা হচ্ছিল ম্যাচটা বুঝি বেরই করে ফেলেছে দলটি। তবে বিরতির আগেই সে ভাবনায় ব্যত্যয় ঘটায় স্বাগতিকরা। ৪৪ মিনিটে আলভারো গার্সিয়ার গোলে সমতায় ফেরে রায়ো।

বিরতির আগে রায়োর কাছে কোণঠাসা রিয়াল বিরতির পরেও বদলে যায়নি। ৬৪ মিনিটে হজম করে বসে গোল। বক্সে থাকা দানি কারভাহালের হাতে বল লাগে, ভিএআর দেখে এসে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

রিয়াল পিছিয়ে পড়েও তেমন সুযোগ তৈরি করতে পারেনি। বরং ম্যাচের অন্তিম সময়ে গোলের সুযোগ বানিয়েছিল স্বাগতিকরাই। শেষ মুহূর্তে দূর পাল্লার ফ্রি কিকটা কোনোক্রমে ঠেকিয়ে রিয়ালকে রক্ষা করেন কোর্তোয়া। যার ফলে রায়োকে সন্তুষ্ট থাকতে হয় ৩-২ গোলের জয় নিয়েই। মৌসুমের প্রথম হারের কবলে পড়ে রিয়াল।

এই হারের ফলে রিয়াল শীর্ষে ফিরতে ব্যর্থ হয়েছে। ১৩ ম্যাচ শেষে রিয়ালের সংগ্রহ ৩২ পয়েন্ট। শীর্ষে থাকা বার্সা সমান ম্যাচে জিতেছে ৩৪ পয়েন্ট। বিশ্বকাপের আগে আরও একটি লিগ ম্যাচ খেলতে হবে দল দুটিকে। আগামী ১১ নভেম্বর কাদিজের বিপক্ষে বিশ্বকাপ বিরতির আগে শেষ ম্যাচটা খেলবে রিয়াল, আজ রাতে ওসাসুনার বিপক্ষে মাঠে নামবে বার্সা।