ঢাকা ১২:৩১ অপরাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩, ১৩ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

কাতার বিশ্বকাপে দেখা যাবে না পগবাকে

চোটের কারণে পল পগবার বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল আগেই। তবু একটা ক্ষীণ আশা ছিল কাতার বিশ্বকাপে তাকে দেখার। তবে সম্প্রতি তার এজেন্ট জানিয়েছেন, হাঁটুর সেই চোট এখনো কাটিয়ে উঠতে পারেননি তিনি। যার ফলে আগামী বিশ্বকাপে তাকে দেখা যাবে না।

গেল গ্রীষ্মকালীন দলবদলে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে জুভেন্তাসে যোগ দেওয়া পগবা। এরপর মৌসুম শুরুর ঠিক আগে ডান হাঁটুতে চোট পান তিনি। বিশ্বকাপ ঝুঁকিতে ছিল বলে অস্ত্রোপচার করাতে চাননি তিনি, এরপর উপায়ান্তর না দেখে অস্ত্রোপচারের পথেই হাঁটতে হয় তাকে। গেল মাসে অনুশীলনে ফিরেছিলেন তিনি। যদিও জুভেন্তাস কোচ ম্যাসিমিলানো অ্যালেগ্রি জানিয়ে রেখেছিলেন, জানুয়ারির আগে পগবাকে মাঠে দেখার আশা তিনি করছেন না। এরপর ফ্রান্স দলের কোচ দিদিয়ের দেশম জানান, পুরো সুস্থ না হলে বিশ্বকাপ দলে জায়গা পাবেন না পগবা।

এরপরই গতকাল সোমবার স্থানীয় এক অনুষ্ঠানে তার এজেন্ট রাফায়েলা পিমেন্তা জানান তার চোট সম্পর্কে। সেখানেই জানা যায়, বিশ্বকাপ শুরুর আগেই শেষ হয়ে গেছে পগবার। পিমেন্তা বলেন, বিশ্বকাপের আগে সুস্থ হয়ে উঠতে পারবেন না ২০১৮ বিশ্বকাপের ফাইনালে গোল করা পগবা। পিমেন্তার কথা, ‘অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনে আমি জানাচ্ছি যে, অস্ত্রোপচার থেকে সেরে উঠতে পগবার আরও সময় লাগবে। বিশ্বকাপের আগে সে জুভেন্তাস দলে যোগ দিতে পারবে না, কাতার বিশ্বকাপেও খেলতে পারবে না ফ্রান্সের হয়ে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শার্শায় বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদের কবরে বিজিবির গার্ড অফ অনার ও দোয়ার অনুষ্ঠান

কাতার বিশ্বকাপে দেখা যাবে না পগবাকে

আপডেট সময় ০২:১২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২

চোটের কারণে পল পগবার বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল আগেই। তবু একটা ক্ষীণ আশা ছিল কাতার বিশ্বকাপে তাকে দেখার। তবে সম্প্রতি তার এজেন্ট জানিয়েছেন, হাঁটুর সেই চোট এখনো কাটিয়ে উঠতে পারেননি তিনি। যার ফলে আগামী বিশ্বকাপে তাকে দেখা যাবে না।

গেল গ্রীষ্মকালীন দলবদলে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে জুভেন্তাসে যোগ দেওয়া পগবা। এরপর মৌসুম শুরুর ঠিক আগে ডান হাঁটুতে চোট পান তিনি। বিশ্বকাপ ঝুঁকিতে ছিল বলে অস্ত্রোপচার করাতে চাননি তিনি, এরপর উপায়ান্তর না দেখে অস্ত্রোপচারের পথেই হাঁটতে হয় তাকে। গেল মাসে অনুশীলনে ফিরেছিলেন তিনি। যদিও জুভেন্তাস কোচ ম্যাসিমিলানো অ্যালেগ্রি জানিয়ে রেখেছিলেন, জানুয়ারির আগে পগবাকে মাঠে দেখার আশা তিনি করছেন না। এরপর ফ্রান্স দলের কোচ দিদিয়ের দেশম জানান, পুরো সুস্থ না হলে বিশ্বকাপ দলে জায়গা পাবেন না পগবা।

এরপরই গতকাল সোমবার স্থানীয় এক অনুষ্ঠানে তার এজেন্ট রাফায়েলা পিমেন্তা জানান তার চোট সম্পর্কে। সেখানেই জানা যায়, বিশ্বকাপ শুরুর আগেই শেষ হয়ে গেছে পগবার। পিমেন্তা বলেন, বিশ্বকাপের আগে সুস্থ হয়ে উঠতে পারবেন না ২০১৮ বিশ্বকাপের ফাইনালে গোল করা পগবা। পিমেন্তার কথা, ‘অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনে আমি জানাচ্ছি যে, অস্ত্রোপচার থেকে সেরে উঠতে পগবার আরও সময় লাগবে। বিশ্বকাপের আগে সে জুভেন্তাস দলে যোগ দিতে পারবে না, কাতার বিশ্বকাপেও খেলতে পারবে না ফ্রান্সের হয়ে।’