ঢাকা ০৪:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ০৭ জুন ২০২৩, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভূল বিকাশ নাম্বারে চলে যাওয়া টাকা উদ্ধারপূর্বক মালিককে ফেরত নিরাপদ ক্যাম্পাসের দাবিতে কুবি ছাত্রলীগের বিক্ষোভ মিছিল কুমিল্লায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ১১ জুনের আগে চলমান তাপদাহ কমার সম্ভাবনা নেই পায়রায় আবারও বিদ্যুৎ উৎপাদন শুরু হতে পারে ২৬ জুন ইউপি চেয়ারম্যান টিপুর বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলার প্রতিবাদে ইউনিয়নবাসীর মানববন্ধন বাঁশখালীতে যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাজশাহী মহানগর বিএনপির ১১ নেতা ও ৫ নেত্রীকে বহিষ্কারের সুপারিশ করা হয় রাসিক নির্বাচন: কাউন্সিলর প্রার্থী মাহাতাবের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ হবিগঞ্জ সদর মডেল থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার

বিরোধীদলে যাওয়ার সময় হয়েছে বলে দুর্ভিক্ষের কথা বলছে সরকার

আমার বাংলাদেশ পার্টির (এবি পাটি) সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু বলেছেন, সরকারের বিরোধী দলে যাওয়ার সময় হয়েছে বলে তারা দুর্ভিক্ষের কথা বলছে। আওয়ামী লীগ যা করেছে তাতে দেশের বিরোধীদল হওয়ারও যোগ্যতা নেই তাদের।

শনিবার (২৯ অক্টোবর) বেলা ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এবি পাটির ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি ও খাদ্য সংকট মোকাবিলায় ব্যর্থ সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, কম্বল চোর-রিলিফ চোর আওয়ামী লীগ আবার রিলিফ চুরি করার জন্য দুর্ভিক্ষের কথা বলছে। আওয়ামী লীগকে তা আর করতে দেওয়া হবে না। আওয়ামী লীগকে ক্ষমতা ছাড়তে হবে।

এবি পার্টির আহ্বায়ক এফ এম সোলায়মান চৌধুরী বলেন, যারা দেশের রিজার্ভ নষ্ট করেছে তাদের কিছুই করতে পারেননি প্রধানমন্ত্রী, বরং সহায়তা করেছেন। দেশের এই অবস্থা সৃষ্টির জন্য আপনি (প্রধানমন্ত্রী) অনতিবিলম্বে পদত্যাগ করুন। না হলে দেশের মানুষ আপনাকে ছাড়বে না।

এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সরকারকে উদ্দেশ্য করে বলেন, মানুষকে দুর্ভিক্ষের ভয় দেখিয়েন না। দেশে দুর্ভিক্ষ চলছে। এই দুর্ভিক্ষের কারণ সরকার ও ব্যবসায়ীরা। দুর্ভিক্ষ হয়েছে অনির্বাচিত এমপি মন্ত্রীদের লুটপাটের কারণে। দুর্ভিক্ষের একমাত্র কারণ আওয়ামী লীগ আর বাকশাল। আপনারা ক্ষমতা থেকে চলে যান বাংলাদেশে আর কোনো দুর্ভিক্ষ থাকবে না।

তিনি আরও বলেন, বিভিন্ন রাজনৈতিক দল যখন সরকারের লুটপাট ও টাকা পাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল, তখন সরকার উল্টো দমন নিপীড়ন চালিয়ে কণ্ঠ স্তব্ধ করতে চেয়েছিল। আমরা যখন দ্রব্যমূল্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বলেছিলাম দেশে নীরব দূর্ভিক্ষ চলছে, সরকার তখন পাত্তা দেয়নি। এখন দুর্নীতিগ্রস্ত সরকার গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি ও খাদ্য সংকট মোকাবিলায় ব্যর্থ হয়ে দেশকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিচ্ছে।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল পল্টন-প্রেসক্লাব এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিজয়নগরে গিয়ে শেষ হয়।

এবি পাটি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বিএম নাজমুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব আনোয়ার সাদাত টুটুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন পার্টির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা, এবিএম খালিদ হাসান, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম সহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভূল বিকাশ নাম্বারে চলে যাওয়া টাকা উদ্ধারপূর্বক মালিককে ফেরত

বিরোধীদলে যাওয়ার সময় হয়েছে বলে দুর্ভিক্ষের কথা বলছে সরকার

আপডেট সময় ০১:৪৭:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২

আমার বাংলাদেশ পার্টির (এবি পাটি) সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু বলেছেন, সরকারের বিরোধী দলে যাওয়ার সময় হয়েছে বলে তারা দুর্ভিক্ষের কথা বলছে। আওয়ামী লীগ যা করেছে তাতে দেশের বিরোধীদল হওয়ারও যোগ্যতা নেই তাদের।

শনিবার (২৯ অক্টোবর) বেলা ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এবি পাটির ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি ও খাদ্য সংকট মোকাবিলায় ব্যর্থ সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, কম্বল চোর-রিলিফ চোর আওয়ামী লীগ আবার রিলিফ চুরি করার জন্য দুর্ভিক্ষের কথা বলছে। আওয়ামী লীগকে তা আর করতে দেওয়া হবে না। আওয়ামী লীগকে ক্ষমতা ছাড়তে হবে।

এবি পার্টির আহ্বায়ক এফ এম সোলায়মান চৌধুরী বলেন, যারা দেশের রিজার্ভ নষ্ট করেছে তাদের কিছুই করতে পারেননি প্রধানমন্ত্রী, বরং সহায়তা করেছেন। দেশের এই অবস্থা সৃষ্টির জন্য আপনি (প্রধানমন্ত্রী) অনতিবিলম্বে পদত্যাগ করুন। না হলে দেশের মানুষ আপনাকে ছাড়বে না।

এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সরকারকে উদ্দেশ্য করে বলেন, মানুষকে দুর্ভিক্ষের ভয় দেখিয়েন না। দেশে দুর্ভিক্ষ চলছে। এই দুর্ভিক্ষের কারণ সরকার ও ব্যবসায়ীরা। দুর্ভিক্ষ হয়েছে অনির্বাচিত এমপি মন্ত্রীদের লুটপাটের কারণে। দুর্ভিক্ষের একমাত্র কারণ আওয়ামী লীগ আর বাকশাল। আপনারা ক্ষমতা থেকে চলে যান বাংলাদেশে আর কোনো দুর্ভিক্ষ থাকবে না।

তিনি আরও বলেন, বিভিন্ন রাজনৈতিক দল যখন সরকারের লুটপাট ও টাকা পাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল, তখন সরকার উল্টো দমন নিপীড়ন চালিয়ে কণ্ঠ স্তব্ধ করতে চেয়েছিল। আমরা যখন দ্রব্যমূল্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বলেছিলাম দেশে নীরব দূর্ভিক্ষ চলছে, সরকার তখন পাত্তা দেয়নি। এখন দুর্নীতিগ্রস্ত সরকার গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি ও খাদ্য সংকট মোকাবিলায় ব্যর্থ হয়ে দেশকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিচ্ছে।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল পল্টন-প্রেসক্লাব এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিজয়নগরে গিয়ে শেষ হয়।

এবি পাটি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বিএম নাজমুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব আনোয়ার সাদাত টুটুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন পার্টির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা, এবিএম খালিদ হাসান, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম সহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা।