ঢাকা ০২:০৭ অপরাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩, ১৩ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

শুষ্ক থাকবে আবহাওয়া, দেখা মিলবে ঝলমলে রোদের

রাজধানী ঢাকায় আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম। সারা দিনই শুষ্ক আবহাওয়া বজায় থাকতে পারে। সেইসঙ্গে দেখা মিলবে ঝলমলে রোদ। তবে রোদ থাকলেও তাপমাত্রা ৩২-৩৩ ডিগ্রি সেলসিয়াসের বেশি উঠবে না। এছাড়া দেশের কোথাও কোনো প্রাকৃতিক দুর্যোগ বা জলোচ্ছ্বাসের আশঙ্কা নেই। শনিবার (১৫ অক্টোবর) সকালে আমাদের মাতৃভূমি কে এসব তথ্য জানান আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ।

এদিকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুএক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিজলী চমকানোসহ হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে আজ দিন ও রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ঢাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার। যা দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে বইছে। আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৩৩ মিনিটে। আগামী দুই দিনে আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণপশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশের উত্তরপশ্চিমাঞ্চল থেকে বিদায় হতে পারে।

দেশে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে মাদারীপুরে এবং সর্বোচ্চ ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ঢাকায়। আর সর্বনিম্ন ২১.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়। এছাড়া মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শুষ্ক থাকবে আবহাওয়া, দেখা মিলবে ঝলমলে রোদের

আপডেট সময় ১২:০০:০০ অপরাহ্ন, শনিবার, ১৫ অক্টোবর ২০২২

রাজধানী ঢাকায় আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম। সারা দিনই শুষ্ক আবহাওয়া বজায় থাকতে পারে। সেইসঙ্গে দেখা মিলবে ঝলমলে রোদ। তবে রোদ থাকলেও তাপমাত্রা ৩২-৩৩ ডিগ্রি সেলসিয়াসের বেশি উঠবে না। এছাড়া দেশের কোথাও কোনো প্রাকৃতিক দুর্যোগ বা জলোচ্ছ্বাসের আশঙ্কা নেই। শনিবার (১৫ অক্টোবর) সকালে আমাদের মাতৃভূমি কে এসব তথ্য জানান আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ।

এদিকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুএক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিজলী চমকানোসহ হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে আজ দিন ও রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ঢাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার। যা দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে বইছে। আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৩৩ মিনিটে। আগামী দুই দিনে আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণপশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশের উত্তরপশ্চিমাঞ্চল থেকে বিদায় হতে পারে।

দেশে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে মাদারীপুরে এবং সর্বোচ্চ ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ঢাকায়। আর সর্বনিম্ন ২১.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়। এছাড়া মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে।