ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, বুধবার, ০৭ জুন ২০২৩, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভূল বিকাশ নাম্বারে চলে যাওয়া টাকা উদ্ধারপূর্বক মালিককে ফেরত নিরাপদ ক্যাম্পাসের দাবিতে কুবি ছাত্রলীগের বিক্ষোভ মিছিল কুমিল্লায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ১১ জুনের আগে চলমান তাপদাহ কমার সম্ভাবনা নেই পায়রায় আবারও বিদ্যুৎ উৎপাদন শুরু হতে পারে ২৬ জুন ইউপি চেয়ারম্যান টিপুর বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলার প্রতিবাদে ইউনিয়নবাসীর মানববন্ধন বাঁশখালীতে যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাজশাহী মহানগর বিএনপির ১১ নেতা ও ৫ নেত্রীকে বহিষ্কারের সুপারিশ করা হয় রাসিক নির্বাচন: কাউন্সিলর প্রার্থী মাহাতাবের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ হবিগঞ্জ সদর মডেল থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার

বর্ষার বিদায়ে ভ্যাপসা গরম আবহাওয়ায়

বর্ষা মৌসুমের বিদায়ের শেষ বেলায় আবহাওয়ায় ভ্যাপসা গরম বাড়ছে। একইসঙ্গে বাড়ছে তাপমাত্রাও। এছাড়া, অক্টোবর ও নভেম্বরে বড় বড় ঘূর্ণিঝড় সৃষ্টি হয় বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে আপাতত বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের কোনো আলামত নেই বলেও জানিয়েছে সংস্থাটি।

সোমবার (১০ অক্টোবর) অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক দৈনিক আমাদের মাতৃভূমি কে এসব তথ্য জানান। হঠাৎ করে তাপমাত্রা বাড়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘চলতি মৌসুমের বিদায় বেলা চলে এসেছে। কিছুদিনের মধ্যেই বর্ষা পুরোপুরি বিদায় নেবে। এজন্য এই সময়ে ভ্যাপসা গরমের সঙ্গে তাপমাত্রা একটু বেশি।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আপনারা জানেন অক্টোবর ও নভেম্বর মাসে সাগরে সিস্টেম তৈরি হয়। সেখান থেকেই সাইক্লোন বা ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা তৈরি হয়। সব বড় বড় ঘূর্ণিঝড় অক্টোবর ও নভেম্বর মাসে তৈরি হয় বলে জানান এ আবহাওয়াবিদ।

এক মাসে সাগরে লঘুচাপ থেকে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন হয়েছে- এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সাগরে এখন যেসব সিস্টেম আছে, সেগুলো স্থায়ী নয়। আজ যেটা দেখবেন সেটা কাল নাও থাকতে পারে। আবহাওয়া অফিস যখন কিছু বলে, অবশ্যই বিবেচনা করে বলে। মানুষকে বিব্রত করার মতো কিছু আবহাওয়া অফিস বলে না। সাগরে এখনও ঘূর্ণিঝড় হওয়ার মতো অর্গানাইজ কোনো সিস্টেম হয়নি। এ ধরনের কিছু হলে আমরা জানাব।’

আগামী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে- রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; বরিশাল, রাজশাহী আর চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও খুলনা বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।’

নাজমুল হক বলেন, ‘গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৯১ মিলিমিটার। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ২২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিনে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা নেই।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভূল বিকাশ নাম্বারে চলে যাওয়া টাকা উদ্ধারপূর্বক মালিককে ফেরত

বর্ষার বিদায়ে ভ্যাপসা গরম আবহাওয়ায়

আপডেট সময় ১১:৩৩:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ অক্টোবর ২০২২

বর্ষা মৌসুমের বিদায়ের শেষ বেলায় আবহাওয়ায় ভ্যাপসা গরম বাড়ছে। একইসঙ্গে বাড়ছে তাপমাত্রাও। এছাড়া, অক্টোবর ও নভেম্বরে বড় বড় ঘূর্ণিঝড় সৃষ্টি হয় বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে আপাতত বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের কোনো আলামত নেই বলেও জানিয়েছে সংস্থাটি।

সোমবার (১০ অক্টোবর) অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক দৈনিক আমাদের মাতৃভূমি কে এসব তথ্য জানান। হঠাৎ করে তাপমাত্রা বাড়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘চলতি মৌসুমের বিদায় বেলা চলে এসেছে। কিছুদিনের মধ্যেই বর্ষা পুরোপুরি বিদায় নেবে। এজন্য এই সময়ে ভ্যাপসা গরমের সঙ্গে তাপমাত্রা একটু বেশি।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আপনারা জানেন অক্টোবর ও নভেম্বর মাসে সাগরে সিস্টেম তৈরি হয়। সেখান থেকেই সাইক্লোন বা ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা তৈরি হয়। সব বড় বড় ঘূর্ণিঝড় অক্টোবর ও নভেম্বর মাসে তৈরি হয় বলে জানান এ আবহাওয়াবিদ।

এক মাসে সাগরে লঘুচাপ থেকে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন হয়েছে- এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সাগরে এখন যেসব সিস্টেম আছে, সেগুলো স্থায়ী নয়। আজ যেটা দেখবেন সেটা কাল নাও থাকতে পারে। আবহাওয়া অফিস যখন কিছু বলে, অবশ্যই বিবেচনা করে বলে। মানুষকে বিব্রত করার মতো কিছু আবহাওয়া অফিস বলে না। সাগরে এখনও ঘূর্ণিঝড় হওয়ার মতো অর্গানাইজ কোনো সিস্টেম হয়নি। এ ধরনের কিছু হলে আমরা জানাব।’

আগামী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে- রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; বরিশাল, রাজশাহী আর চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও খুলনা বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।’

নাজমুল হক বলেন, ‘গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৯১ মিলিমিটার। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ২২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিনে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা নেই।’